আবারও ডিগবাজি দিলেন জায়েদ খান

আবারও ডিগবাজি দিলেন জায়েদ খান
ঢালিউড নায়ক জায়েদ খান তার নানা কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনায় আসেন, বিশেষ করে তার সিগনেচার ডিগবাজি স্টাইল নিয়ে। গতবছর একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিয়ে তিনি ভাইরাল হন। এটি এখন তার পরিচিতি হয়ে উঠেছে। সম্প্রতি, যুক্তরাষ্ট্রে গিয়ে বরফের ওপর ডিগবাজি দিয়ে আবারও খবরের শিরোনাম হয়েছেন তিনি। ২১ জানুয়ারি, নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে জায়েদ ক্যাপশনে লিখেছেন, নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপরে ডিগবাজি দিয়েছেন। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এবং উপস্থাপিকা নীল হুরের জাহান, নায়ক ইমন, দীঘি, সাফা কবির, জিয়াউল হক পলাশ ও লামিমা লাম। জানা গেছে, এই সময় তারা একটি অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। গেল বছর, দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে জায়েদ কোমরে আঘাত পেলেও, তা তাকে থামাতে পারেনি। সুস্থ হয়ে আবারও তিনি নিজের স্বভাবধর্মী স্টাইলে ফিরেছেন।